কিছুতেই যেন ব্যাট হাসছে না বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। এই অবস্থায় চাপ আরও বাড়ছে কোহলির ওপর। অনেকে তো এই আসরেই শেষ দেখে ফেলছেন কোহলির। তারকা এই ব্যাটারের কোথায় সমস্যা তা নিয়ে হচ্ছে নানা আলোচনা। এবার কোহলির রোগ ধরে ফেলার কথা জানিয়েছেন দলটির সাবেক কোচ অনিল কুম্বলে। জানিয়েছেন এ থেকে বের হতে কি করতে হবে কোহলিকে।
কোহলির সবশেষ ১০ ইনিংসে ফিফটি কেবল একটি। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচে উইকেটে ধীর গতির ব্যাট করে রানে ফেরার চেষ্টা চালিয়েও পারেননি। ৩৮ বলে ২২ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। যা নিয়ে তাই হচ্ছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন কোহলির সাবেক গুরু কুম্বলে।
ইএসপিএনক্রিকইনফোকে কোহলির রান না পাওয়া নিয়ে কুম্বলে বলেছেন, ‘আমার মনে হয় সে একটু বেশিই চেষ্টা করছে। এটা তার ইনিংসগুলো দেখলেই বুঝতে পারবেন। তার আসলে এটা নিয়ে দুশ্চিন্তা না করা উচিত।’
সমস্যা থেকে উত্তরণের পথটাও দেখিয়ে দিয়েছেন কুম্বলে, ‘রোহিত তো স্বাধীনতা নিয়েই খেলছে। কারণ, ব্যাটিংয়ে অনেকেই আছে আর তারা দারুণ ছন্দেও আছে। বিরাটের বেলায়ও এটা হওয়া উচিত। তার উইকেটে গিয়ে কিছু নিয়ে দুশ্চিন্তা না করে নিজের খেলাটা খেলতে হবে। প্রত্যেক খেলোয়াড়েরই ক্যারিয়ারে কঠিন মুহূর্ত থাকে। কিন্তু তার ব্যাটিং দেখে আমার মনে হয়েছে সে নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছে।’
কোহলিকে পরামর্শ দিয়ে সাবেক এই কিংবদন্তি আরও বলেন, ‘আপনি যখন এমন চাপে থাকবেন এবং আপনার কাছে প্রত্যাশাও বেশি থাকবে, আপনি সবকিছুকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, যেটা উচিত নয়। এমন অবস্থায় ভালো খেলা কঠিন। এমনটা যখন হবে, আপনি নির্ভার থাকতে পারবেন না। আমার তো মনে হয়, সে তার খেলা সেরা ইনিংসগুলো নিয়েও ভাবছে না।’
কুম্বলে আরো বলেন, ‘তার আরেকটু নির্ভার হতে হবে এবং মাঠে কী হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এর বদলে সে উইকেটে গিয়ে স্বাধীনভাবে নিজের সহজাত খেলাটা খেলুক, যেটা সে সত্যিই খুব ভালো পারে।’