তথ্যবিবরণী
কোভিড-১৯ সংক্রমণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা ও জেলা পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিতকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য দেশের বিভিন্ন উপজেলা, জেলা এবং বিভাগ হতে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের ঢাকা মহানগরস্থ হাসপাতালে গমন না করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক স্মারকে অনুরোধ জানিয়েছে। স্মারকে আরও জানানো হয়, জেলা ও উপজেলা পর্যায়ে কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এবং ইতোমধ্যে কোভিড-১৯ মোকাবেলায় প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।