কোপা দেল রেতে অভিযানের শুরুতে চতুর্থ স্তরের দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। তৃতীয় রাউন্ডে এবারের লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কাতালান ক্লাবটি খেলবে ইউডি বার্বাস্ত্রোর বিপক্ষে আর দেপোর্তিভা মিনেরার মুখোমুখি হবে লিগের শিরোপাধারী রেয়াল।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয় সোমবার।
গত বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে শীর্ষ লিগের দল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় বার্বাস্ত্রো। দলটির বিপক্ষে টানা দ্বিতীয় আসরে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা, গতবার তারা তৃতীয় রাউন্ডেই বার্বাস্ত্রোকে হারা ৩-২ গোলে। সেদিন বার্সেলোনার গোল তিনটি করেছিলেন ফের্মিন লোপেস, রাফিনিয়া ও রবের্ত লেভানদোভস্কি।
মিনেরাও গত রাউন্ডেও লা লিগার দলের মুখোমুখি হয়; আলাভেসকে টাইব্রেকারে হারিয়ে শেষ বত্রিশে ওঠে দলটি। দুই হাজার আসনবিশিষ্ট ঘরের মাঠে স্পেনের সফলতম দলের মুখোমুাখি হবে তারা।
আগামী মাসে অনুষ্ঠেয় স্প্যানিশ সুপার কাপের চার দল বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও মায়োর্কা এবারের কোপা দেল রেতে সরাসরি তৃতীয় রাউন্ডে অংশ নিচ্ছে।
কোপা দেল রের গতবারের ফাইনালে মায়োর্কাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিলবাও।