ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, কোনোভাবেই আমরা যেন ছাত্রলীগের প্রেতাত্মাদের মতো আচরণ না করি। কারণ ছাত্রলীগের সেই গুন্ডাবাহিনী সামাজিকভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। ছাত্র রাজনীতিকে এমন একটি জায়গা তারা নিয়ে গেছে, এতে করে সাধারণ ছাত্ররা ছাত্রলীগের কর্মকাণ্ডকেই ছাত্র রাজনীতি মনে করেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, হল দখল, ক্যান্টিন দখল, গেস্ট রুম কালচার, নির্যাতন মাদক ব্যবসা এগুলো ছাত্রলীগের কর্মকাণ্ড ছিল এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা মনে করেন এগুলোই ছাত্র রাজনীতি। কিন্তু ছাত্র রাজনীতি এটা নয় ছাত্র রাজনীতি হচ্ছে মেধাবীদের সংগঠন। মেধা চর্চার মাধ্যমে দেশ বাঁচাবে, সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। এখানে কোনো মাদকের ব্যবসা থাকবে না, হল দখল থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভীতির রাজ্যে পরিণত হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান যাতে সুন্দর হয় সেভাবে আমরা ছাত্র রাজনীতি করব। প্রকৃত ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে এটাই হবে আমাদের মূলতন্ত্র।
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্র রাজনীতি যদি কোনোভাবে কলুষিত হয়। কোনোভাবেই সাধারণ শিক্ষার্থী যাতে ছাত্রলীগের মতো আমাদের মনে না করেন। সেদিকে খেয়াল রাখতে হবে।
‘হাসিনার দোসরদের কারসাজিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আমরা ভালো নেই।’
বকুল বলেন, বৈষম্যহীনতার আবডালে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সামাজিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করার জন্য হামলা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডে মব সৃষ্টির মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা মহানগরের চারটি ইউনিটকে আমি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে বলতে চাই আপনারা প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটা স্কুল-কলেজে এবং পাড়ায় মহল্লায় আপনারা ফরম বিতরণ করবেন। ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করেই আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।