গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র ১১.১০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানা কর্তৃক সিএন্ডবি কলোনী মেইন রোডস্থ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার সামনে ব্যাটারী চালিত রিক্সা ও ৩টি ব্যাটারী, যাহার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। এই প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২৫, তাং-১৬/১০/২০২৩ খ্রিঃ, ধারা-২০০২ সলের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র ১০.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন সিএন্ডবি কলোনী জামে মসজিদের সামনে ভিকটিম সুরঞ্জন রায়(৪৫), পিতা-মৃত: প্রান কুমার রায়, সাং-স্বর্ণপাড়া (ডুমুরিয়া খাদ্য গোডাউনের পাশে), থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা পৌঁছাইলে ছিনতাইকারী ১) মোঃ সবুজ হোসেন(২২), পিতা-মোঃ সিদ্দিক হোসেন, সাং-সিএন্ডবি কলোনী, থানা-সোনাডাঙ্গা মডেল; পলাতক ছিনতাইকারী ২) মোঃ আকাশ(২২), পিতা-আদু হাওলাদার, ৩) সালমান(২৩), পিতা-অজ্ঞাত, উভয় সাং-সিএন্ডবি কলোনী, সোনাডাঙ্গা মডেল থানা, মহানগর খুলনা সহ অজ্ঞাতনামা ২/৩ জন ভিকটিমকে ধারালো চাকু দিয়া বিভিন্ন ধরণের ভয়-ভীতি দেখিয়ে বাটারী চালিত রিক্সা ছিনিয়ে নিয়ে চলে যায়। ভিকটিমের ডাকচিৎকার শুনে উপস্থিত লোকজন আসামীদের পিছু পিছু ধাওয়া করে। পরবর্তীতে মোবাইল টহলে থাকা এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত লোকজনের সহায়তায় সিএন্ডবি কলোনী মেইন রোডস্থ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে ছিনতাইকারী মোঃ সবুজ হোসেন কে গ্রেফতার করে। এ সময় অজ্ঞাতনামা আসামীরা কৌশলে পালিয়ে যায় এবং গ্রেফতারকৃত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদ্বয়ের নাম ঠিকানা প্রকাশ করে।
গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র ১১.৪৫ ঘটিকায় খানজাহান আলী থানার একটি চৌকস টিম কর্তৃক ফুলবাড়ীগেট সড়কলীগ অফিসের সামনে হতে চোরচক্রের সদস্য মোঃ শাহীন শরীফ(২৬), পিতা-মোঃ চান্দু শরীফ, সাং-ফুলবাড়ীগেট পুরাতন বিআইটি রোড, থানা-খানজাহান আলী, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়। সেই পেক্ষিতে গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুলনা জেলার সদর থানাধীন রুপসা বেড়িবাঁধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ১৬ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র ০২.১০ ঘটিকায় চোরাইকৃত ব্যাটারী চালিত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, গত ০২ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র অনুমান ১১.০০ ঘটিকায় অভিযোগের বাদী মোঃ লিটন মোল্লা(২৭), পিতা-মোঃ হিরু মোল্লা, সাং-বড়পাইক কান্দি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-ফুলবাড়ীগেট, থানা-খানজাহান আলী, জেলা-খুলনার ভ্যানটি চুরি হয়ে যায়। পরবর্তীতে থানায় এজাহারের প্রেক্ষিতে মামলা নং-১৮, তারিখ-১৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ ভোর ০৫:৫০ ঘটিকার সময় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক উক্ত থানাধীন মোস্তফার মোড় সংলগ্ন তানিশা প্রোপার্টিজের ১০ নং প্রোজেক্টের সামনে পাঁকা রাস্তার উপর হতে চোরচক্রের সদস্য ১) মোঃ রিপন শেখ(৩৫), পিতা-মোশারফ শেখ, সাং-পশ্চিম বানিয়ারি, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-আলমনগর, থানা-খালিশপুর, খুলনা মহানগরী’কে ০১ টি ডিজেল চালিত স্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ০১ টি ব্যাটারী চালিত ভ্যানসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ রুজু করা হয়েছে।