বাংলাদেশের কম্পিউটার পণ্য বাজারে লেনোভোর নতুন বাণিজ্যিক ও গ্রাহক সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে উদ্যোক্তারা। নতুন মডেলের ল্যাপটপের মধ্যে থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ফাইভ ও এআই প্রযুক্তি লিজিয়ন ফাইভ-আই অন্যতম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ সব মডেলে উদ্ভাবনী প্রযুক্তি, মানোন্নত পারফরম্যান্স, স্টাইলের সংমিশ্রণ কাজের জায়গা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে জানানো হয়।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আবদুল ফাত্তাহ বলেন, দুই দশকের সুদীর্ঘ যাত্রায় সারাদেশে আইটি পণ্য বিপণনে প্রচেষ্টা ও সফলতার ভিত্তিতে লেনোভো ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব আগামীর সম্ভাবনার পথ প্রসারিত করবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার বলেন, লেনোভো ব্র্যান্ডের মতো সুপরিচিত বৈশ্বিক ব্র্যান্ড নিয়ে কাজ করা গর্বের, যা অংশীদারিত্বকে আরও সুসংহত হবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন খন্দকার বলেন, সারাদেশে ২৮ বছর ধরে আইটি পণ্য বিপণনে নির্ভরযোগ্য হয়ে কাজ করছি। লেনোভো ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব আগামীর সম্ভাবনার পথে নিয়ে যাবে। লেনোভো ব্র্যান্ডের মহাব্যবস্থাপক (ওভারসিজ বিজনেস কনজ্যুমার, কমার্শিয়াল ও ট্যাবলেটস) নবীন কেজরিওয়াল বলেন, ইয়োগা স্লিম সেভেনআই (অরা এডিশন) সময়ের যুগান্তকারী উদ্ভাবন।
শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং গ্রাহকের ব্যক্তিগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিজাইন করা। ব্র্যান্ডটি মূলত গ্লোবাল টেকনোলজি পাওয়ার হাউস হিসেবে পরিচিত, যা বিশ্বের ১৮০টি বাজারে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে।
পিসি থেকে ক্লাউড– সবখানে বৃহৎ পরিসরে কাজ করছে, যার উদ্ভাবনে এআইচালিত ও অপ্টিমাইজড অগ্রাধিকারযোগ্য। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি লেনোভো ব্র্যান্ডের অনুমোদিত বিপণনকারী ও বাংলাদেশে উদ্ভাবনী পণ্য ও সেবা পৌঁছে দিতে কাজ করছে।
ইনটেল, লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসির যৌথ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি বাজারে সুদৃঢ় অবস্থান নিশ্চিতে গ্রাহকের কাছে সময়োপযোগী প্রযুক্তি সহজলভ্য করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করার কথা জানিয়েছে অনুমোদিত বিপণনকারী।