খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪ ছাত্রকে কুয়েট থেকে অাজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৪০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে শাস্তির সিদ্ধান্তে সন্তুষ্ট নয় শিক্ষকের পরিবার।
বুধবার (০৫ জানুয়ারি) কুয়েট সভা কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আনিসুর রহমান ভূঞা সিন্ডিকেট সভা শেষে জানান, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় মোট ৪৪ জন ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকার শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন এবং ছাত্র শৃঙ্খলা কমিটির সুপারিশের প্রেক্ষিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়। শাস্তি পাওয়া ৪৪ জনের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি অারো জানান, কুয়েটের ৪ ছাত্র সাদমান নাহিয়ান সেজান, হাসান আবদুল কাইয়ুম, মো. কামরুজ্জামান রাজ্জাক ও রিয়াজ খান নিলয়কে কুয়েট থেকে অাজীবন বহিষ্কার করা হয়েছে।
এছাড়া মো. তাহমিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. সাদমান সাকিব, মাহিন মুনতাসির, এ এস এম রাগিব আহসান মুন্না, মীর জামিউর রহমান ও রুদ্রনীল সিংহ শুভকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার, আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।
কুয়েটের নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে কুয়েটের শৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে এই ৭ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের লিখিত মুচলেকা প্রদান করতে হবে।
কুয়েটের ১ শিক্ষার্থী আনিকুর রহমানকে ১ শিক্ষাবর্ষ বহিষ্কার, আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। তাকে এবং তার অভিভাবককে মুচলেকা দিতে হবে।
কুয়েটের ২২ ছাত্র ফয়সাল আহমেদ রিফাত, ইমরান হোসেন আওয়াল, মো. খালিদ সাইফুল্লাহ শুভ্র, মো. ফাইয়াজ রহমান, নূর মোহাম্মদ, মো. নাইমুর রহমান অন্তু, মো. সাবির জোয়ারদার, মো. মাহবুবুর রহমান রাফি, মো. আতিকুর রহমান, মো. সাদিকুল ইসলাম, নাজমুস সাকিব সিফাত, মো. গোলাম কিবরিয়া, ওসমান ফারুক, সাগর তরফদার, প্রান্ত কর্মকার, সাফাত হাসান, মানিক কুমার সরকার, মো. আমিনুল ইসলাম, মো. মুহিব্বীন হোসেন সরদার, মো. ইমতিয়াজ আহমেদ, সাফায়েত মাহবুব ও মো. আনোয়ার হোসেন সাকিবকে এক শিক্ষাবর্ষ বহিষ্কার করা হয়েছে।
তবে এ শাস্তিমূলক ব্যবস্থা আপাতত স্থগিত থাকবে। ভবিষ্যতে আবার কোনো অসদাচরণ করলে এই শাস্তি কার্যকর হবে। তাদেরকে আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এই ২২ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের লিখিত মুচলেকা দিতে হবে।
কুয়েটের ১০ শিক্ষার্থী আহসানুল আবেদীন, কবির হোসেন, মো. শুভ মন্ডল, শাহরিয়ার আহমেদ মুশফিক, ফয়সাল কবীর ফাহিম, শাফিন আহমেদ অনন্ত, মো. আদনান ইসলাম, সাকিব সরদার, সানজিদুল ইসলাম ও মো. সাদাফ হেলালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই ১০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মুচলেকা প্রদান করতে হবে।
কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। তবে কোনো-মিছিল করতে হলে আগে থেকে ছাত্র কল্যাণ পরিচালকের অনুমতি নিতে হবে। এছাড়া ক্যাম্পাস থেকে সকল ছাত্র সংগঠনের ব্যানার, প্যানা, ফেস্টুন ও পোস্টার অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ড. সেলিম প্রায় ৩৫ লাখ টাকা পাবেন। তাকে সেই টাকা দ্রুত দেওয়ার জন্য কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া ড. সেলিমের স্ত্রী কুয়েটের চাকরির জন্য একটি আবেদন করেছেন। কিন্তু তার সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে, তার বয়স ৩৭ বছর। তার চাকরির বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।
এদিকে এসব সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ড. সেলিমের পরিবার।
ড. সেলিমের স্ত্রী সাবিনা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত আমি মানি না। যাদের জন্য আমার স্বামীর জীবন গেছে, আমি তাদের প্রত্যেকের ফাঁসি চাই। যাদের জন্য তার জীবন গেছে, এত অল্পতে তারা কেন ছাড় পাবে?’
তিনি বলেন, তার বাবা নেই, স্বামীকেও হারিয়েছেন। এখন পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। তার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস আনিকা (৬) প্রথম শ্রেণিতে পড়ে। তার লেখাপড়া ও ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেছে। তিনি মেয়েকে কিভাবে লেখাপড়া করাবেন? মেয়ের ছোট ছোট শখ পূরণেরও সামর্থ্য তার নেই।
তিনি আরও বলেন, তিনি মামলা দায়েরের জন্য কুয়েট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে শাস্তি পাওয়া অভিযুক্ত ছাত্ররা আদালতে যাবে বলে জানিয়েছেন। অাজীবন, অস্থায়ী বহিস্কার ও বিভিন্ন শাস্তির বিষয়ে কুয়েট ছাত্রলীগ নেতারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন, কুয়েটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আদালতে যাবেন।
কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান বলেন, ‘নিয়ম নীতির তোয়াক্কা না করে আমাদের শাস্তি দেওয়া হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো। ইতোমধ্যে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। আইনীভাবে বিষয়টি মোকাবিলা করা হবে।’
পিএসএন/এমঅাই