খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলতি বছরের ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ৪ মে থেকে পুনরায় শুরু হবে। আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে ২ মে।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে এবং শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। পরে, বিগত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার পরপরই শিক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এদিকে, আবাসিক হল খোলার দাবিতে কিছু শিক্ষার্থী বর্তমানে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।