অনুগত কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান বানানোর ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা প্যাটেল এফবিআইর বর্তমান প্রধান ক্রিস্টোফার রে-এর স্থলাভিষিক্ত হবেন। গতকাল শনিবার এই ঘোষণা দেন ট্রাম্প। খবর রয়টার্সের
ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল তার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ছিলেন এবং প্রতিরক্ষা সচিবকে এফবিআইর গোয়েন্দা কার্যক্রম বন্ধের কথা বলেন। এছাড়াও যেসব কর্মী ট্রাম্পের এজেন্ডা সমর্থন করতে রাজি নন, তাদের বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্যাটেল।
প্যাটেল সম্পর্কে ট্রাম্প লিখেছেন, কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা। যিনি তার কর্মজীবন কাটিয়েছেন দুর্নীতি উন্মোচন, ন্যায্যতা রক্ষা এবং আমেরিকান জনগণের সুরক্ষায়। তিনি সত্য, জবাবদিহিতা এবং সংবিধানের পক্ষে।
প্যাটেল এফবিআই পরিচালক হিসেবে ক্রিস্টোফার রে- এর স্থলাভিষিক্ত হবেন, যাকে ট্রাম্প ২০১৭ সালে ১০ বছরের জন্য নিয়োগ করেছিলেন। তবে এফবিআই যখন ট্রাম্পের ক্লাসিফাইড রেকর্ড পরিচালনায় সহায়তা করেছিল, তখন রে প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন।
ট্রাম্পের ঘোষণার পর এক বিবৃতিতে এফবিআই জানায়, ‘এফবিআইর নারী-পুরুষরা প্রতিদিন আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরিচালক রে-এর মনোযোগ এখনও এফবিআইর সদস্যদের এবং তাদের জন্য যারা আমরা সেবা প্রদান করি তাদের ওপর।’