সদ্যই মা হয়েছেন বলিউড নায়িকা আলিয়া ভাট। গেল ৬ নভেম্বর নায়িকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন রাহা। তবে এখনও মেয়ের ছবি প্রকাশ করেননি তিনি।
মেয়ের ছবি প্রকাশ না করলেও আলিয়া বেশ ভালো করে জানেন, ফটোগ্রাফারের ক্যামেরা সবসময় তাক করে আছে তার বাড়ির আশেপাশে। সুযোগ পেলেই লেন্সবন্দী করবেন ছোট্ট রাহাকে। এ কারণে তিনি এখন থেকে কারিনা কাপুরকে অনুসরণ করবেন। আনুশকা শর্মার মতো হবে না। বিষয়টা একটু খুলেই বলা যাক।
বলিউড লাইফ সূত্রে জানা যাচ্ছে, আলিয়া ‘নো-ক্যামেরা’ নীতিতে বিশ্বাসী হবেন না। তবে মেয়ের ছয় মাস না হওয়া পর্যন্ত তারা ছবি দেবেন না। মেয়েকে নিয়ে একটি ছোট্ট ট্যুরে যেতে পারেন বাবা-মা। ফিরে এসেই মেয়ের ছবি দেবেন তারা, আপাতত জানা যাচ্ছে এমনটাই।
এর আগে সন্তান জন্মের পর তাকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন বাবা রণবীর কাপুর। কাপুর পরিবারে বয়েছিল খুশির হাওয়া।