শ্রীলঙ্কার কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল নির্মাণ প্রকল্পের জন্য মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন (DFC)-এর ঋণের চুক্তি বাতিল করেছে ভারতের আদানি গ্রুপ। অসদাচরণের গুরুতর অভিযোগ এনে ৫৫৩ মিলিয়ন ডলারের এই ঋণ চুক্তি থেকে সরে আসা হয়েছে।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, ৭০০ মিলিয়ন ডলারের এই প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং আগামী বছরের শুরুতে চালু হবে।
তারা আরও জানায়, প্রকল্পটির অর্থায়ন এখন কোম্পানির অভ্যন্তরীণ তহবিল ও মূলধন ব্যবস্থাপনার মাধ্যমে করা হবে।
এর আগে নিউইয়র্কে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে শ্রীলঙ্কায় আদানি গ্রুপের চলমান দুটি প্রকল্পের তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা। এরপর থেকে আদানি গ্রুপ স্টক মার্কেটে প্রায় ৫৫ বিলিয়ন ডলার হারিয়েছে।
আদানি গ্রুপ জানায়, মার্কিন প্রসিকিউটররা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ এনেছে। তবে, এ সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও কলম্বো বন্দর প্রকল্পটি সম্পন্ন করা হবে এবং বৈশ্বিক অবকাঠামো খাতে তাদের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে অটল থাকবে।
কয়লা, বিমানবন্দর, সিমেন্ট এবং মিডিয়াসহ বিভিন্ন খাতে ব্যবসার বিস্তারকারী আদানি গ্রুপ এর আগেও কর্পোরেট প্রতারণার অভিযোগকে মোকাবিলা করেছে। ২০২৩ সালে শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনে “অবাধ্য” কর্পোরেট প্রতারণার অভিযোগের পরে গ্রুপটির স্টক মার্কেট থেকে ১৫০ বিলিয়ন ডলার হারায়।