করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ও ডেল্টা ধরন প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে নতুন টিকা ‘বাইভ্যালেন্ট’ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
মঙ্গলবার (২ মে) সচিবালয়ের নিজ দপ্তরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বায়োভ্যালেন্টকে বলা হয় কম্বাইন্ড ভ্যাকসিন। ওমিক্রন ও ডেল্টা ধরনের প্রতিষেধক হিসেবে কাজ করে এ টিকা। আমরা এটিকে বুস্টার ডোজ হিসেবে দেবো।
তিনি বলেন, ১২ বছরের ওপরের যে কেউ এই এই টিকা দিতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ১১ লাখ টিকা মিলেছে। দ্রুতই এই টিকা দেওয়া শুরু হবে। পরবর্তীতে দেশে আরও ২০ লাখ টিকা আসবে বলেও জানান
ডা. জাহিদ মালেক আরও বলেন, দেশে এখন পর্যন্ত ১৫ কোটির বেশি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের ১৫ কোটি এবং প্রায় সাত কোটি বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
পিএসএন/এমঅাই