স্মার্টফোনের মতোই প্রায় সব ফিচার ব্যবহার করা যায় ওয়েব সংস্করণে। ছবি, ভিডিও, নথি, ইমোজি, সবকিছুই পাঠানো যাবে ওয়েব সংস্করণ থেকে।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান? পিসির জন্য হোয়াটসঅ্যাপের স্বতন্ত্র কোনো ক্লায়েন্ট না থাকলেও, ওয়েবঅ্যাপ ও ডেস্কটপ ক্লায়েন্ট ব্যবহার করে বার্তা আদান প্রদান করা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে উইন্ডোজ পিসি বা ম্যাকবুকে কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন।
ওয়েব সংস্করণ ব্যবহার করবেন? না ডেস্কটপ অ্যাপ?
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ ও ওয়েব সংস্করণ অনেকটা একইরকম হলেও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় পার্থক্য সম্ভবত ফিচারে, ওয়েব সংস্করণে অডিও বা ভিডিও কল করার ফিচারটি নেই। এ সীমাবদ্ধতার কারণে, ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট হাও-টু গিক।
ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সবচেয়ে ভালো দিক হল এর সহজ ব্যবহার। একজন ব্যবহারকারী যে কোনো অপারেটিং সিস্টেমের ব্রাউজারে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, নতুন মেসেজ এলে নোটিফিকেশনও পাবেন। তবে, হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহারের সময় সতর্ক থাকা উচিত। ব্রাউজারের প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারেন, প্রয়োজন শেষ হলে অবশ্যই লগআউট করতে ভুলবেন না। কারন, একটি পিসির ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে অনেক সময়েই ব্যক্তিগত তথ্য বা মেসেজ চুরি হতে পারে।
উইন্ডোজ অথবা ম্যাকবুক দুই অপারেটিং সিস্টেমের অ্যাপ স্টোরে সার্চ করে সহজেই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কম্পিউটারে যুক্ত করার নিয়ম
হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমটির আইফোন ও আইপ্যাডের অ্যকাউন্ট যুক্ত করার নিয়মটা একইরকম।
১. নিজের পছন্দের ওয়েব ব্রাউজার চালু করুন এবং “web.whatsapp.com”- এই লিংকে প্রবেশ করুন। এখানে, স্ক্রিনের ডান পাশে একটি কিউআর কোড দেখতে পাবেন।
২. কিউআর কোডটি নিজের অ্যান্ড্রয়েড অথবা আইফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে স্ক্যান করতে হবে।
৩. অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকলে ওপরের ডান কোণায় মেনু বোতামে চাপ দিন, এবং ‘লিংকড ডিভাইসেস’ অপশনে চাপ দিন। পরের পেইজে ‘লিংক এ ডিভাইস’ অপশনটি সিলেক্ট করুন।
৪. এবার ফোনের ক্যামেরাটি কিউআর কোডের ওপরে ধরুন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্যান শেষ হলে, হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে অ্যাকাউন্ট লগডইন হয়ে যাবে।
৫. আইফোনের ক্ষেত্রে মেনু অপশনের বদলে সেটিংস ট্যাবটি চালু করুন ও ‘লিংকড ডিভাইসেস’ অপশনে যান। এরপর, ‘লিংক ডিভাইস’ অপশনটি বেছে নিন। একইভাবে আইফোনের ক্যামেরা কম্পিউটারের কিউআর কোডের ওপরে ধরুন।
একবার এটি স্ক্যান করা হয়ে গেলে, হোয়াটসঅ্যাপ ওয়েবে ওই নির্দিষ্ট অ্যাকাউন্টের সব মেসেজ দেখা যাবে। যে কাউকে মেসেজ পাঠানোর জণ্য তাদের নামের ওপরে ক্লিক করলেই হবে। স্মার্টফোনের মতোই প্রায় সব ফিচার ব্যবহার করা যায় ওয়েব সংস্করণে। ছবি, ভিডিও, নথি, ইমোজি, সবকিছুই পাঠানো যাবে ওয়েব সংস্করণ থেকে।
ডেস্কটপের নোটিফিকেশন চালু করার জন্য, “টার্ন অন ডেস্কটপ নোটিফিকেশন” অপশনে ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা হয়ে গেলে, লগআউট করতে ভুলবেন না। ওপরের টুলবার থেকে ‘মেনু’ বোতামে ক্লিক করুন ও তারপরে ‘লগআউট’ অপশনটি বেছে নিন।