কনসার্টে সংগীতশিল্পীদের হেনস্তা করার ঘটনা নতুন না। এটা ওটা ছুড়ে মেরে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয় তাদের। বিশ্বের বড় বড় গায়কদের এরকম অভিজ্ঞতা রয়েছে। এবার ঘটনাটি ঘটল জনপ্রিয় বলিউড গায়ক সনু নিগমের সঙ্গে। কনসার্ট চলাকালীন পাথর ছুড়ে মারা হয়েছে মঞ্চে।
কনসার্টে পানির বোতল ছোড়া হলো সুনিধিকে
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) ইঞ্জিফেস্ট ২০২৫-এ গত রোববার রাতে সোনুর গান মাঝপথে বন্ধ হওয়ার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীদের বিশাল জনতার একটা অংশ মঞ্চের দিকে পাথর ও বোতল ছুঁড়তে শুরু করেন, যা তাঁর দলের সদস্যদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।
এ সময় সোনু উত্তেজিত দর্শকদের জানান তাদের এমন আচরণে তার দলের লোক আহত হচ্ছেন। অনুরোধ করে আরও বলেন, ‘আমি আপনাদের জন্য এখানে এসেছি যাতে আমরা সবাই ভালো সময় কাটাতে পারি। আমি আপনাদেরকে বলব, দয়া করে এমন করবেন না।’
মঞ্চে দাঁড়িয়ে অঝোরে কান্না সোনু নিগমের, জানালেন কারণ
এদিকে ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অনেকে। দৌলত রাম কলেজের ছাত্রী গীতিকা বলেন, ‘এটা লজ্জাজনক যে, কয়েকজন অশান্ত ছাত্রছাত্রীর কারণে, তার মতো একজন কিংবদন্তিকে অনুষ্ঠান থামিয়ে দর্শকদের ভালো ব্যবহার করার অনুরোধ করতে হলো।’
তবে বিশৃঙ্খলায় অনুস্থান সাময়িক ব্যাহত হলেও পণ্ড হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অনুষ্ঠান শুরু করেন সোনু নিগম।