নতুন কিছু টুল উন্মোচন করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। এগুলো বিভিন্ন নির্মাতার জন্য কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি সহজ করবে।
বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে জেনারেটিভ এআই দৌড়ের মধ্যেই, মঙ্গলবার ওপেনএআই এসব টুল উন্মোচন করল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।পরীক্ষার জন্য কোম্পানিটি প্রকাশ করেছে নতুন এক রিয়াল-টাইম টুল। এটি অ্যাপ নির্মাতাদের মাত্র এক ধাপের নির্দেশাবলী ব্যবহার করেই এআই ভয়েস অ্যাসিসট্যান্ট তৈরির সুযোগ দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট সমর্থিত স্টার্টআপ কোম্পানিটি।এর আগে একই কাজের জন্য নির্মাতাদের কমপক্ষে তিনটি ধাপ অতিক্রম করতে হত, যেমন প্রথমে অডিও ট্রান্সক্রাইব করা, এরপর জেনারেটেড টেক্সট মডেলটি চালানোর প্রশ্নের উত্তর নিয়ে আসা এবং সবশেষে একটি পৃথক টেক্সট-টু-স্পিচ মডেল ব্যবহার করা।
ওপেনএআইয়ের আয়ের বড় একটি অংশ আসে এমন ব্যবসাগুলো থেকে, যারা নিজস্ব এআইভিত্তিক অ্যাপ তৈরির জন্য তাদের পরিষেবা ব্যবহার করে। ফলে, উন্নত ক্ষমতার এ টুল কোম্পানিটির আয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।গুগলের মালিক কোম্পানি অ্যালফাবেটসহ প্রযুক্তি জায়ান্টরা নিজেদের ব্যবসা জুড়ে ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরণের তথ্য জেনারেট করতে পারে এমন এআই মডেল একীভূত করার কারণে এ খাতের প্রতিযোগিতাও গরম হয়ে উঠছে।কোম্পানির ২০২৪ সালের আনুমানিক আয় তিনশো ৭০ কোটি ডলার পরের বছর বেড়ে হবে এক হাজার ১০ কোটি ডলার, ওপেনএআই এমন আশা প্রকাশ করেছে বলে সেপ্টেম্বর মাসে প্রতিবেদন করে রয়টার্স।
মঙ্গলবারের প্রকাশের অংশ হিসাবে, প্রশিক্ষণের পরে এআই মডেলেরর জন্য একটি ‘ফাইন-টিউনিং টুল’ প্রবর্তন করেছে ওপেনএআই। এ টুলের মাধ্যমে এআই মডেলের জেনারেট করা প্রতিক্রিয়া উন্নত করতে ছবি ও লেখা ব্যবহার করতে পারবেন এর নির্মাতারা।এই ফাইন-টিউনিং প্রক্রিয়াটি মানুষের প্রতিক্রিয়াও অন্তর্ভুক্ত করতে পারে, যেমন এআই মডেলের দেওয়া প্রতিক্রিয়ায় থেকে ভালো ও খারাপ উত্তর নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারীরা।
এ ছাড়া, মডেলগুলো ফাইন টিউন করতে ছবি ব্যবহার করলে তাদের ছবি বোঝার ক্ষমতা আরও বাড়বে। এটি কাজে আসবে স্বচালিত গাড়ির বেলায়; এটি আরও উন্নত অনুসন্ধান ও বস্তু শনাক্তকরণ ক্ষমতা আছে এমন অ্যাপ তৈরিতে সাহায্য করবে বলে জানিয়েছে ওপেনএআই।স্টার্ট আপটি এমন একটি টুলও আনছে যা বড় এআই মডেলগুলোর কাছ থেকে ছোট মডেগুলোকে শেখার সুযোগ দেবে। সেই সঙ্গে রয়েছে ‘প্রম্পট ক্যাশিং’ টুল, যা এআই মডেলের আগের ব্যবহার হওয়া লেখার অংশ পুনরায় ব্যবহার করে কিছু উন্নয়ন খরচ অর্ধেকে নামিয়ে আনবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।