দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। অভিনেতা ও অভিনেত্রীদের ভক্ত শুধু দক্ষিণেই সীমাবদ্ধ নয়। রয়েছে বিশ্বের নানা প্রান্তে। দক্ষিণ ফিল্ম ইন্ড্রাস্টি মাতিয়ে অনেক তারকা সফল ক্যারিয়ার গড়েছেন বলিউডেও। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও কয়েকজন তারকার নাম।
তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই তাদের হিন্দি ডাব করা সিনেমার কারণে দর্শকদের নজর কেড়েছে। কিন্তু সিনেমাপ্রেমীরা তাদের বলিউড সিনেমায় দেখতে আগ্রহী। বিজয় দেবেরকুন্ডা, নয়নতারাসহ এমন অনেক তারকা ২০২২ সালে বলিউডের খাতায় নাম লেখাচ্ছেন।
নয়নতারা
দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ‘দ্য লেডি সুপারস্টার’ বলা হয় নয়নতারাকে। পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। যেখানে তিনি অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে।
নাগা চৈতন্য
আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ দিয়ে বলিউডে অভিষেক করবেন নাগা চৈতন্য। সিনেমাটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। লাল সিং চাড্ডা চলতি বছরের ১৪ এপ্রিল মুক্তির কথা হয়েছে।
বিজয় সেতুপতি
‘৯৬’ সিনেমাখ্যাত অভিনেতা বিজয় সেতুপতি। নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রতিভাবান অভিনেতাদের একজন। এই বছর বলিউডের দুটি সিনেমায় দেখা যাবে সেতুপতিকে। ‘মুম্বাইকার’ এবং ‘মেরি ক্রিসমাস’। বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের সাথে প্রথমবারের মতো জুটি বাধবেন তিনি। ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাবে বছরের শেষে ২৩ ডিসেম্বর।
বিজয় দেবেরকোন্ডা
‘অর্জুন রেড্ডি’ সিনেমাখ্যাত অভিনেতা বিজয়। সিনেমাটির হিন্দি রিমেক কবির সিং। এ সিনেমা দিয়ে দক্ষিণসহ বলিউডেও পরিচিত নাম বিজয়। এই বছর ‘লিগার’ সিনেমার মাধ্যমে বলিউডের যাত্রা করবেন তিনি। সঙ্গে আছেন অনন্যা পান্ডে। সিনেমাটি ২০২২ সালের ২৫ আগস্ট মুক্তি পাবে।
রেশমিকা মান্দানা
ভারতের ন্যাশনাল ক্রাশ খ্যাত অভিনেত্রী রেশমিকা মান্দানা। ইতিমধ্যে তার অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর হিন্দি ডাব বক্স অফিসে দারুণভাবে সাফল্য পাচ্ছে। ‘মিশন মজনু’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক করবেন তিনি। জুটি বাধবেন সিদ্ধার্থ মালহোত্রার সাথে। ২০২২ সালের ১৩ মে সিনেমাটি মুক্তি পাবে।
পিএসএন/এএপি