নতুন এক ফিচারের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে এখন থেকে চার গুণ গতিতে ভিডিও দেখার সুযোগ দেবে ইউটিউব।
এরইমধ্যে ব্যবহারকারীদের স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে ভিডিও দেখার সুযোগ সুযোগ করে দিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ফলে ধীরগতির বিভিন্ন ভিডিও তারা দ্রুতই এড়িয়ে যেতে পারেন।
এটি ভিডিও দেখার নিম্নমানের উপায় কি না ও মানুষের মনোযোগের উপর এটি কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইডিপেনডেন্ট।
এখন নতুন ফিচারের মাধ্যমে কিছু ব্যবহারকারী দ্বিগুণ গতিতে ভিডিও দেখতে পারবেন। এ সুযোগ পাওয়া যাবে চার বার। পাশাপাশি, ওই গতিও তারা ফাইনটিউন করতে পারবেন। ফলে, চার গুন থেকে নামিয়ে ৩.১৫ গুণ গতি পর্যন্ত ভিডিও দেখার সুযোগ পাবেন তারা।
নতুন ফিচারের মধ্যে আরও রয়েছে সহজে বিভিন্ন ভিডিও এড়িয়ে যাওয়ার বিকল্প হিসেবে ‘জাম্প এহেড’ নামের নতুন টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও দ্রুত অন্য আরেকটি ভিডিও দেখার বাটন প্রেস করতে পারবেন।
এসব টুল ইউটিউবের ‘পরীক্ষামূলক নতুন বিভিন্ন ফিচারের’ অংশ, যা সীমিত সময়ের জন্য প্রিমিয়াম গ্রাহকদের ব্যবহারের সুযোগ দিচ্ছে কোম্পানিটি। এতে উন্নত মানের অডিও ও ইউটিউব শর্টের জন্য নতুন ফিচার যেমন ‘পিকচার ইন পিকচার’ এবং ভিডিও ডাউনলোড করার বিকল্প যোগ করেছে সাইটটি।
এসব ফিচারকে মূল অ্যাপে যোগ করার আগে তা ব্যবহার করে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানানোর জন্য এগুলো তৈরি করেছে ভিডিও প্লাটফর্মটি।
বর্তমানে ব্যবহারকারীদের ভিডিও এড়িয়ে যাওয়ার এবং আরও দ্রুত অন্য ভিডিও দেখার উপায় করে দিয়েছে অনেক ভিডিও প্ল্যাটফর্মই।
যার মধ্যে রয়েছে নেটফ্লিক্সের মতো সিনেমা ও টিভি স্ট্রিমিং পরিষেবাও, যা মানুষকে দ্বিগুণ গতিতে অনুষ্ঠান দেখতে সাহায্য করছে।