এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে কানাডার অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর একটি জোট।
মামলায় অভিযোগ, নিজেদের সফটওয়্যারকে প্রশিক্ষণের জন্য ওপেনএআই ওই সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট অবৈধভাবে ব্যবহার করছে৷প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে এ মামলায় রয়েছে টরন্টো স্টার, মেট্রোল্যান্ড মিডিয়া, পোস্টমিডিয়া, গ্লোব অ্যান্ড মেইল, কানাডিয়ান প্রেস ও সিবিসি’সহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
প্রথমবারের মতো কানাডায় ওপেনএআইয়ের বিরুদ্ধে এই ধরনের মামলা হলো বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।“সাংবাদিকতা মূলত জনস্বার্থের বিষয়। কিন্তু ওপেনএআইয়ের বাণিজ্যিক লাভের জন্যও অন্য কোম্পানির সাংবাদিকতাকে ব্যবহার কোনোভাবেই জনস্বার্থের বিষয় নয়। আর এটি অবৈধ,” এক যৌথ বিবৃতিতে বলেছে কানাডিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিকে ওপেনএআই বলছে, “সবার জন্য উন্মুক্ত এমন ডেটা বা তথ্য থেকে তাদের এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
“ন্যায্য ব্যবহার ও এ সম্পর্কিত আন্তর্জাতিক কপিরাইট নীতিমালার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে আমাদের এ সফটওয়্যারটি। একইসঙ্গে নির্মাতাদের প্রতি ন্যায় ও উদ্ভাবন বা নতুনত্বকে সমর্থন করি আমরা।”
“সংবাদ প্রকাশকদের সঙ্গে মিলেই কাজ করছি আমরা। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চ্যাটজিপিটি সার্চে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য ও লিংক’সহ নানা ধরনের কনটেন্ট দেখানোর মতো বিষয়। এমনকি প্রকাশকরা চাইলে সহজ উপায়ে এখান থেকে বেরিয়েও যেতে পারেন।”
৮৪ পৃষ্ঠার ফাইলিংয়ে ওপেনএআইকে কপিরাইট না মানার মতো সুরক্ষা উপেক্ষা করার অভিযোগ এনেছে কানাডিয়ান সংবাদমাধ্যমের এই জোটটি। সংবাদমাধ্যম কনটেন্টের অবৈধ কপি বা নকল করা ঠেকানোই এ মামলার মূল উদ্দেশ্য।
“চ্যাটজিপিটির মতো পণ্যের উন্নয়নে কানাডিয়ান বিভিন্ন সংবামধ্যম থেকে অনেক কনটেন্ট চুরি করছে ওপেনএআই। ফলে নিয়মিতভাবে কপিরাইট ও অনলাইন কনটেন্ট ব্যবহারের বিভিন্ন শর্তাদি লঙ্ঘন করছে কোম্পানিটি।
চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে অবৈধভাবে ব্যবহৃত প্রতিটি নিবন্ধের জন্য ওপেনএআইকে শাস্তি হিসেবে ২০ হাজার কানাডিয়ান ডলার করে ক্ষতিপূরণের দাবিও করছে কানাডার শীর্ষ সংবাদমাধ্যম প্রকাশকদের অন্তর্ভুক্ত এ জোটটি।
এ ছাড়াও মামলায় এমন এক আদেশ চাইছে জোটটি, যেখানে বিভিন্ন নিবন্ধ ব্যবহার করে পাওয়া লাভের অংশ দিতে বাধ্য হবে ওপেনএআই। ভবিষ্যতে তাদের কনটেন্ট ব্যবহার থেকে ওপেনএআইকে নিষিদ্ধও আছে দাবির তালিকায়।
কানাডিয়ান প্রকাশকদের জন্য প্রথম হলেও গত বছর নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য মার্কিন সংবাদ প্রকাশকরা দলবেঁধে ওপেনএআইয়ের বিরুদ্ধে একই রকমের মামলা করেছে।
এ বছরের এপ্রিলে ওপেনএআইয়ের বিরুদ্ধে বিচারের জন্য প্রয়োজনীয় প্রমাণ মুছে ফেলারও অভিযোগ আনেন টাইমসের আইনজীবীরা।
এদিকে, এ সপ্তাহের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, বিনিয়োগকারীদের কাছ থেকে সর্বশেষ তহবিল সংগ্রহের পর ওপেনএআইয়ের বাজার মূল্য হয়েছে ২১ হাজার ৯শ কোটি কানাডিয়ান ডলার।