খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) দীর্ঘদিনের অপেক্ষা শেষে চলতি বছরের এপ্রিল মাস থেকেই নির্মানাধীণ নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলছে নগরীর শিববাড়ি মোড়ের আকুঞ্জি টাওয়ার ভবনের অস্থায়ী ক্যাম্পাসে। ২০১৫ সালে ০৯ জানুয়ারি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৩টি অনুষদের অধীনে ১১টি বিভাগে প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছেন। নর্দার্নের স্থায়ী ক্যাম্পাসটি খুলনা শহরের অদূরে সিটি বাইপাস রোড সংলগ্ন এলাকায় ৬ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে।
নর্দার্নের একটি স্থায়ী ক্যাম্পাস শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক স্থাপত্যশৈলী ও সকল সুযোগ-সুবিধার সংমিশ্রণে শিক্ষার্থীবান্ধব করেই গড়ে তোলা হচ্ছে এই ক্যাম্পাস। চলতি বছরের এপ্রিল মাসে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করতে একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরি করছি। চলতি বছরের এপ্রিল থেকে আমরা সকল বিভাগের একাডেমি কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে শুরু করতে পারবো। আমাদের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ, জিমনেসিয়াম, লেক ছাড়াও অন্যান্য সকল সুযোগ-সুবিধা থাকছে। এনইউবিটি খুলনার স্থায়ী ক্যাম্পাসটি আমরা গ্রিন ক্লিন ক্যাম্পাস হিসেবে নির্মাণ করছি। স্থায়ী ক্যাম্পাসে একটি আধুনিক মানের লাইব্রেরি থাকছে যেখানে এক হাজার শিক্ষার্থী একসাথে বসে পড়াশোনা করতে পারবে।
এসআর/পিএস