মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস ২৭ কোটি ৫০ লাখ মাসিক ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে।
রোববার কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক ক্রাঞ্চ।“গতকাল আমরা থ্রেডসে ২৭ কোটি ৫০ লাখ সক্রিয় মাসিক ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছি। আমাদের এতদূর আসতে যারা সাহায্য করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরো অনেক কিছু করার বাকি আছে; অনেক কিছু ঠিক করারও আছে। তবে, এ জায়গাটি বেশ রোমাঞ্চকর!” – বলেছেন মেটার নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি যিনি থ্রেডস ও ইনস্টাগ্রামের প্রধান।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক পূর্বে টুইটার নামে পরিচিত জনপ্রিয় প্ল্যাটফর্ম এক্স কিনে নেওয়ার পর লাখ লাখ ব্যবহারকারী প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করে। তাদের পুঁজি করে জুলাই ২০২৩ সালে চালু হওয়া প্ল্যাটফর্ম থ্রেড দ্রুত জনপ্রিয়তা পায়। বর্তমানে সবচেয়ে বড় ‘টেক্সট-ফার্স্ট’ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে একটি থ্রেডস।প্ল্যাটফর্মটি এপ্রিল মাসে ১৫ কোটি এবং অগাস্টে ২০ কোটি সক্রিয় মাসিক ব্যবহারকারী পেয়েছে, যার অর্থ এতে তিন মাসে সাত কোটি ৫০ লাখ সক্রিয় ব্যবহারকারী যুক্ত হয়েছে।
গত সপ্তাহে ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ফলাফল নিয়ে কনফারেন্স কলের সময় সিইও মার্ক জাকারবার্গ বলেছিলেন প্রতিদিন ১০ লাখ মানুষ থ্রেডস প্ল্যাটফর্মে সাইন আপ করে।প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ওপরের দিকে উঠলেও থ্রেডস মোডারেশন বা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে যা ব্যবহারকারীদের হতাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে টেক ক্রাঞ্চ।