অবৈধ অস্ত্র উদ্ধারে ৯ অক্টোবর পর্যন্ত যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে ২৯৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১৪৮ জন।
বুধবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৭টি, পিস্তল ৭৩টি, রাইফেল ২১টি, শটগান ৩৬টি, পাইপগান ৭টি, শুটারগান ৪০টি, এলজি ২৮টি, বন্দুক ৪১টি, একে৪৭- ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে।