ইনস্টাগ্রামে ভিডিও নির্মাতাদের জন্য নিজেদের কনটেন্ট খতিয়ে দেখার নতুন উপায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটি ‘ট্রায়াল রিল’ ফিচার প্রকাশ করছে।
এ ফিচারের মাধ্যমে ফলোয়ার তালিকায় নেই এমন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য রিল তৈরি করতে পারবেন কনটেন্ট নির্মাতারা।ইনস্টাগ্রামের অনেক নির্মাতাই অভিযোগ করেন, মেটা তাদের অনুসারিদের কাছে কনটেন্ট দেখাচ্ছে না; এর বিপরীতে ফিচারটি কিছুটা অদ্ভুত মনে হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।এক ব্লগ পোস্টে মালিক কোম্পানি মেটা বলেছে, ভিডিও পোস্ট করার আগে অনেক নির্মাতাই চিন্তিত থাকেন ‘ভিডিও’র রিচ’ নিয়ে। ট্রায়াল রিল ফিচারটি তৈরি হয়েছে তাদের মতামতের ভিত্তিতে।
নতুন ফিচারের মাধ্যমে বিভিন্ন ঘরানার কনটেন্ট নিয়ে পরীক্ষা করা সহজ হওয়ার পাশাপাশি কনটেন্ট সম্পর্কে প্রতিক্রিয়া বা ধারণা নেওয়া যেতে পারে, বলেছে মেটা।নির্মাতারা এখন ভিডিও প্রকাশের আগে ‘ট্রায়াল’ টগল বেছে নেওয়ার সুযোগ পাবেন। ট্রায়াল রিলগুলো ব্যবহারকারী বা নির্মাতার ফলোয়ার তালিকায় থাকা লোকজন দেখবেন না, নির্মাতার ফলোয়ার তালিকায় নেই এমন অ্যাকাউন্টের জন্য সুপারিশ করা হবে। তবে, মেটা জানিয়েছে, ফলোয়ার তালিকায় ইনবক্স বা অন্য কোনো মাধ্যমে ভিডিও যাবে না এর শতভাগ নিশ্চয়তা নেই।
ভিডিও পোস্ট করার ২৪ ঘণ্টা পরে, নির্মাতারা ভিডিওটি আবার দেখতে পারবেন এবং মোট ভিউ, শেয়ার, লাইক ও কমেন্টসহ এটি কেমন পারফর্ম করেছে সে সম্পর্কে তথ্যও পাবেন।মেটা বলেছে, এ ধরনের ট্রায়াল ভিডিও অন্যান্য পোস্টের তুলনায় ‘ট্র্যাকশন’ বা ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ পেতে বাড়তি সময় নিতে পারে কারণ এটি অ্যাকাউন্টের অনুসারিদের কাছে পৌঁছাবে না। এটি সেসব কনটেন্ট নির্মাতাদের জন্য কাজের হতে পারে যারা কিছু কম চাপের মুখে ভিডিও পোস্ট করতে চান বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।