ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির সেই ফোনালাপে যুক্ত ছিলেন ইলন মাস্কও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরদিন তাকে টেলিফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার হওয়া ২৫ মিনিটের সেই ফোনালাপে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে এর বিস্তারিত জানাননি। এদিকে, মাস্ক ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে স্যাটেলাইট কতটা গুরুত্বপূর্ণ ছিল- তা নিয়ে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন। তখন ট্রাম্প তাকে জানান, ইলন মাস্ক তার সঙ্গেই আছেন এবং এরপর মাস্ককে টেলিফোন আলাপে যুক্ত করেন।
ট্রাম্প এর আগে বলেছেন, তিনি মাস্ককে প্রশাসনে একটি ভূমিকা দিতে পারেন, যেখানে মাস্ক সরকারি কার্যক্রমে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করবেন। তবে মাস্ক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।