এটি মূলত মাইক্রোসফটের গেইমগুলোকে বিশ্বের সামনে তুলে ধরার আয়োজন, যেখানে অংশ নিয়ে থাকেন গেইম শিল্পের শীর্ষস্থানীয় সব নির্মাতা ও অংশীদাররা।
গেইমিং খাতের শীর্ষ আয়োজন ই৩ না থাকলেও এ বছরের গ্রীষ্ম গেইমিং জগতের জন্য গুরুত্বপূর্ণ এক সময়। এক্সবক্স গেইম শোকেস আয়োজনের মাধ্যমে এবার গেইমারদের মুগ্ধ করার পালা সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের।
মে মাসে প্রকাশ হওয়া অ্যাকশন গেইম ‘সেনুয়া’স সাগা: হেলব্লেড দুই’ বাদে এবং গত বছরের সেপ্টেম্বরে ‘স্টারফিল্ড’ প্রকাশের পর থেকেই ট্রিপল-এ বা বড় বাজেটের গেইমের অভাব ছিল। ফলে এক্সবক্সের জন্য এটি সময়টা খুব শান্ত যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
তাহলে কী এবারের এক্সবক্স শোকেস আয়োজন এ ধারা বদলে ভক্তদের বড় কিছু উপহার দিতে যাচ্ছে?
সেটি জানার আগে, জেনে নিতে হবে এক্সবক্স গেইমস শোকেস আয়োজনটা আসলে কী?
এটি মূলত মাইক্রোসফটের গেইমগুলোকে বিশ্বের সামনে তুলে ধরার আয়োজন, যেখানে অংশ নিয়ে থাকেন গেইম শিল্পের শীর্ষস্থানীয় সব নির্মাতা ও অংশীদাররা।
এ আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৯ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।
এক্সবক্স গেইমস শোকেস সরাসরি দেখার বেশ কিছু উপায় রয়েছে। এক্সবক্সের ওয়েবসাইটের রিমাইন্ডারের জন্য সাইন আপ করা যাবে। এ ছাড়া, এক্সবক্সের ইউটিউব অথবা টুইচ চ্যানেল এবং সরাসরি এক্সবক্স কনসোলের হোম পেইজ থেকেও আয়োজনটি দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
পাশপাশি, এটিই প্রথম শোকেস আয়োজন হতে যাচ্ছে যেখানে গেইম নির্মাতা ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ ও ‘বেথেসডা’সহ নিজস্ব এক্সবক্স গেইমস স্টুডিওর শিরোনাম ঘোষণা করবে মাইক্রোসফট।
আয়োজনে প্রত্যাশিত বড় শিরোনামগুলির মধ্যে রয়েছে থার্ড পার্সন শুটিং গেইম ‘গিয়ারস অফ ওয়ার ৬’, স্টারফিল্ড গেইমের একটি ডিএলসি (ডাউনলোড করা যায় এমন কনটেন্ট) ‘শ্যাটারড স্পেস’, ‘মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর ২০২৪’ এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য গ্রেট সার্কল’।
‘কল অফ ডিউটি’-এর খবর কী?
সম্প্রতি গেইম কোম্পানি ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’কে কিনে নিয়েছে মাইক্রোসফট। অর্থাৎ কোম্পানিটি এখন জনপ্রিয় শুটিং গেইম ‘কল অফ ডিউটি’ ফ্রাঞ্চাইজিরও মালিক। আর ৯ জুন, এক্সবক্স গেইমস শোকেস শেষ হওয়ার পর, ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৬ ডাইরেক্ট’ শিরোনামের আলাদা একটি আয়োজন হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
কল অফ ডিউটি ডাইরেক্টও একটি অনলাইন ইভেন্ট হবে যা একইভাবে দেখা যাবে। আর এ আয়োজনের মাধ্যমে, কল অফ ডিউটির আসন্ন টাইটেলটির বিষয়ে ভক্তরা আরও নতুন সব তথ্য পেতে পারেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
মাইক্রোসফট আগেই নিশ্চিত করেছে, ‘ব্ল্যাক অপস ৬’ কোম্পানির গেইম পাস পরিষেবায় প্রথম মুক্তি পাবে।