সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের মতো তেল সমৃদ্ধ দেশগুলো নিজেদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার বিভিন্ন উপায় খুঁজে দেখছে, আর এ প্রচেষ্টায় তারা বিনিয়োগের সুযোগ হিসেবে বেছে নিয়েছে প্রযুক্তি খাতকে।
উদ্যোক্তা কোম্পানি পিচবুকের তথ্য অনুসারে, গত বছর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্ন এআই কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে পাঁচ গুণ।এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মার্কিন গণমাধ্যম সিএনবিসি’কে বলেছে, এ সপ্তাহে ওপেনএআইয়ের সাম্প্রতিক তহবিল সংগ্রহে অংশ নেওয়া বিনিয়োগকারীদের একটি হল সংযুক্ত আরব আমিরাতের নতুন এআই তহবিল ‘এমজিএক্স’।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি আরও যোগ করে, এতে করে ওপেনএআইয়ের বাজারমূল্য হয়ে যেতে পারে ১৫ হাজার কোটি ডলার পর্যন্ত।
এর মধ্যে কিছু যৌথ উদ্যোক্তার পকেটে মাইক্রোসফট ও অ্যামাজন থেকে আসা কয়েকশ কোটি ডলারের চেকের সঙ্গে প্রতিযোগিতা করার মতোও যথেষ্ট পয়সা আছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।এমনকি এআই সংশ্লিষ্ট চুক্তির জন্য নগদ অর্থ দিতেও সমস্যা নেই এইসব সার্বভৌম তহবিলের, যেখানে সহায়ক হিসেবে কাজ করেছে সাম্প্রতিক বছরগুলোয় তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি।বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যান স্যাকসের তথ্য অনুসারে, ২০২৬ সাল নাগাদ ‘গালফ কোঅপারেশন কাউন্সিল’ বা ‘জিসিসি’র অধিভুক্ত দেশগুলোর সর্বমোট সম্পদের পরিমাণ দুই লাখ ৭০ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়াতে পারে সাড়ে তিন লাখ কোটি ডলার পর্যন্ত।
এদিকে, ‘সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ বা ‘পিআইএফ’-এর সর্বমোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৯২ হাজার কোটি ডলারে, যা সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের বড় অংশ। এরইমধ্যে উবারের মতো বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ আছে পিআইএফ-এর। এ ছাড়া, ‘লিভ’ গলফ লিগ ও পেশাদার ফুটবলেও বিশাল অর্থ ঢালছে দেশটি।এদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ কোম্পানি মুবাদালা’র ব্যবস্থাপনায় আছে ৩০ হাজার দুইশ কোটি ডলার। আর ‘আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি’র অধীনে আছে এক লাখ কোটি ডলার। এ ছাড়া, কাতার ইনভেস্টমেট অথরিটি’র কাছে রয়েছে সাড়ে ৪৭ হাজার কোটি ডলার। আর কুয়েতের আর্থিক তহবিলের পরিমাণ ৮০ হাজার কোটি ডলার।
এই সপ্তাহের শুরুতে আবু ধাবিভিত্তিক এমজিএক্স এআই অবকাঠামো তৈরির লক্ষ্যে একটি চুক্তি করেছে ব্ল্যাকরক, মাইক্রোসফট ও গ্লোবার ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্সের সঙ্গে, যেখানে তারা ডেটা সেন্টার ও অন্যান্য অবকাঠামোর পেছনে এক হাজার ডলার পর্যন্ত খরচ করার লক্ষ্য নিয়েছে।এ বছরের মার্চে এআইয়ের জন্য বিশেষ এক তহবিল হিসেবে চালু হয়েছিল এমজিএক্স, যার প্রতিষ্ঠাতা অংশীদার ছিল আবু ধাবির মুবাদালা ও এআই কোম্পানি ‘জি৪২’।