এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের উইকেট পেস বোলিং বান্ধব হয়ে থাকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগুনে পেস বোলিংয়ের আভাস পাওয়া যাচ্ছে এখনই।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে। তাদের একাদশে আছে চার পেসার। তারা হলেন অভিজ্ঞ কেমার রোচ, তরুণ সামারাহ জোসেপ, জাইডেন সিলস ও আলজারি জোসেপ। এর মধ্যে জোসেপ দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন। জেসন হোল্ডার ইনজুরিতে পড়ায় রোচ ঢুকেছেন একাদশে।
এন্টিগায় টেস্টের পাঁচদিনই বৃষ্টি হতে পারে। যে কারণে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। ওই বিবেচনায় পেসার সমৃদ্ধ একাদশ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের একাদশে থাকতে পারেন তিন পেসার। সঙ্গে থাকবেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী মিরাজ।
সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজের দুর্দান্ত বোলিং করা তাইজুল ইসলামকে বসতে হতে পারে বেঞ্চে। বাংলাদেশ তিন পেসারের সঙ্গে দুই স্পিনার খেলানোর পরিকল্পনা নিলে কমাতে হবে একজন ব্যাটার। বাংলাদেশের একাদশে তিন পেসার হতে পারেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান, জাকির আলী, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, মাইকেল লুইস, অ্যালিক আথানজে, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ, কেমার রোচ, জাইডেন সিলস, শামারাহ জোসেপ।