তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল আজ একাধিক ভূকম্পনে কেঁপে উঠেছে। শহরের বিভিন্ন অংশে একের পর এক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
তুর্কি ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৫.২, যার উৎপত্তিস্থল ছিল মারমারা সাগরের কাছাকাছি। এ ছাড়া কমপক্ষে আরও তিনটি মৃদু ভূকম্পনও অনুভূত হয় ২৪ ঘণ্টার মধ্যে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কিছু পুরাতন ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে।
ইস্তাম্বুলের বাসিন্দারা বলছেন, “ভোরে প্রথম কম্পন টের পাওয়ার পরই আমরা আতঙ্কে বাসা ছেড়ে বাইরে বের হয়ে যাই। পরে আরও কয়েকবার হালকা কম্পন অনুভব করি।”
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি ভবিষ্যতের আরও বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। ফলে ভবন নির্মাণে মান বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে।