বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।
মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ থেকে এ দাবি জানান তাঁরা। সমাবেশের পর একটি মিছিল বিজয়নগর ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে শেষ হয়। মিছিলকারীরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শ্লোগান দেন।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলার প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশকে গিলে খাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। ভারতের ইচ্ছায় এখন আর কিছু হচ্ছে না। তাই ভারতের মাথা খারাপ হয়ে গেছে। পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাধাতে চাইছে। আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গার বাধানোর চেষ্টা ব্যর্থ হওয়ায়, নানাভাবে উস্কানি দিচ্ছে।
দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে অপরাধ করেছে। ভারতের সরকার দলীয় উগ্র কর্মীরা যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দক্ষিণে সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।