খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন বসবাসরত সাধারণ নাগরিকদের সেবা দিতে সাবেক মেয়র ব্যর্থ হয়েছেন। নির্বাচনের সময় বড় একটি ফর্দ ধরিয়ে দেয় এশতেহারের নামে। ইশতেহারে লেখা যে প্রতিশ্র“তি দেওয়া থাকে অথচ নির্বাচনের পর তা ভুলে যায়। তিনি তো বেশ কয়েকবার নির্বাচন করে মেয়র হয়েছেন, তিনি কি এমন ইশতেহার দেওয়া কাজ করেছেন?
সেবার নামে মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে গেছে তারা। জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে একটি ভোট দিন আপনাদের সেবা বুঝে নিন।
বুধবার সকাল ১০টায় খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়, ডালমীল মোড়, পৈপাড়া, বানরগাতী বাজারসহ ১৯, ২৫ ও ২৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় একথা বলেন।
পথসভা ও জনসংযোগের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি এড. মহানন্দ সরকার, নগর জাতীয় পার্টির সাধারণ আব্দুলাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, শেখ মোঃ নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশরাফুল ইসলাম সেলিম, তৈমুর হোসেন শাহিন, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চাঁন, নেয়ামত খান, অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান প্রমুখ।