ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও বুশরা বিবির সাজা স্থগিতের আপিলের শুনানি ঈদের পর পর্যন্ত স্থগিত করেছেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরদার সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ মামলার শুনানি করছিলেন।
এদিকে ইমরান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহর মন্তব্যের জবাবে এ কথা বলেন আকরাম। সামা নিউজ।