কোপা লিবের্তাদোরেসের শিরোপা লড়াইয়ে পুরোটা সময় ১০ জনের দল নিয়ে যে পারফরম্যান্স উপহার দিয়েছে বোতাফোগো, রোমাঞ্চকর লড়াইয়ে জিতে উঁচিয়ে ধরেছে ট্রফি, তাতে মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের দলটির বিপক্ষে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলার আশায় আছেন রেয়াল মাদ্রিদ কোচ।
লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ‘অল ব্রাজিলিয়ান’ ফাইনালে ম্যাচ শুরু হতেই বড় ধাক্কা খায় বোতাফোগো। প্রথম মিনিটেই গ্রেগোরকে হারায় তারা। হাই কিক নিতে গিয়ে প্রতিপক্ষের একজনকে রক্তাক্ত করে লাল কার্ড দেখেন এই মিডফিল্ডার।
একজন কম নিয়েই ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় বোতাফোগো। মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ঘরে তোলে কোপা লিবের্তাদোরেসের শিরোপা।
এই জয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম আসরে খেলার সুযোগ পেয়েছে বোতাফোগো। ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
যেখানে আগামী ১১ ডিসেম্বর কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর পাচুকা এফসির মুখোমুখি হবে বোতাফোগো। ‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচটি জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বোতাফোগো।
এরপর ‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে আগামী ১৪ ডিসেম্বর আফ্রিকান-এশিয়ান-প্যাসিফিক প্লে অফে মিশরের আল আহলির বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচটি জিতলেই ফাইনালের টিকেট পাবে ব্রাজিলের ক্লাবটি।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ১৮ ডিসেম্বর হবে কাতারের দোহায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রেয়াল যেখানে সরাসরি খেলবে।
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বুধবার লা লিগার ম্যাচে খেলবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে বোতাফোগোকে নিয়ে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন আনচেলত্তি।
“আমি ম্যাচটি (লিবের্তাদোরেস ফাইনাল) লাইভ দেখেছি এবং সত্যিই উপভোগ করেছি। আবহ ছিল দুর্দান্ত, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। ম্যাচের প্রথম মিনিট ছিল অভাবনীয়, সেই অবিশ্বাস্য ফ্লাইং কিক (যে কারণে লাল কার্ড দেখেন গ্রেগোরে)।”
“এরপর দলটির (বোতাফোগো) মনোভাব ও তাড়না ছিল অসাধারণ। ১০ জন নিয়ে দারুণ একটি ম্যাচ খেলে তারা। ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক দল বোতাফোগোর হয়ে লিবের্তাদোরেস জেতা এলানের জন্য আমি খুব খুশি।”
বর্তমানে বোতাফোগোয় খেলা ৩৩ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এলান এর আগে খেলেছেন নাপোলি ও এভারটনে, আনচেলত্তির কোচিংয়ে।
এরপরই ফিফার নতুন এই প্রতিযোগিতার প্রথম আসরের ফাইনালে বোতাফোগোর বিপক্ষে খেলার ইচ্ছার কথা বলেন আনচেলত্তি।
“তারা (বোতাফোগো) অবশেষে প্রথমবারের মতো লিবের্তাদোরেস জিততে পেরেছে… হ্যাঁ, আমি খুশি হয়েছি! জানি, (ইন্টারকন্টিনেন্টাল কাপ) ফাইনালে পৌঁছাতে হলে তাদের এখনও দুটি ম্যাচে লড়তে হবে। তবে হ্যাঁ, (ফাইনালে) লড়াইটা যদি আমাদের বিপক্ষে তাদের হয়, তাহলে দুর্দান্ত হবে।”
ইন্টারকন্টিনেন্টাল কাপে জায়গা পাওয়ার পাশাপাশি বোতাফোগো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে। চলতি বছরের শুরুতে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে আগেই এই টুর্নামেন্টের অভিষেক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে রেয়াল।