চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। দলটির ড্যাশিং ওপেনার ফখর জামান ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন।
উইল ইয়ংয়ের ড্রাইভ ফেরাতে গিয়ে বাউন্ডারি লাইনে লাফিয়ে পড়েন ফখর। বাউন্ডারি ফেরাতে পারলেও নিজে কোমরে ব্যথা পান।
তাৎক্ষণিক ফিজিওকে ডাকেন ফখর। তাকে প্রাথমিকভাবে দেখার পর ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। ফখরের খেলার বিষয়ে এখনো পিসিবি থেকে কিছু নিশ্চিত করা হয়নি।
পিসিবি কেবল জানিয়েছে পর্যবেক্ষণ করে ফখরের পরিস্থিতি জানানো হবে, ‘ফখরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার পরবর্তী অবস্থা জানানো হবে।’