দ্বিতীয়বারের মতো ইতালি থেকে ভারতে আসা একটি ফ্লাইটের বেশির ভাগ যাত্রীর করোনা শনাক্ত হয়েছে।
বিবিসি জানান, শুক্রবার ইতালির রোম থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে আসা একটি ফ্লাইটের ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোম থেকে আসা ফ্লাইটে করোনায় আক্রান্ত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টাইনের জন্য নিজ জেলায় পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই দিন।
এ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত ওই রোগীদের মধ্যে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পালিয়েছে।
গত বৃহস্পতিবার ইতালিতে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। ওই দিন দেশটিতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের নতুন করে করোনা শনাক্ত হয়।
অন্য দিকে শুক্রবার ভারতে এক লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের কারণে দেশটিতে গত এক সপ্তাহে শনাক্ত অনেকটা বেড়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার শুক্রবার জারি করা নতুন এক আদেশে বলেছে, বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীকে এবার থেকে বাধ্যতামূলক সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
পিএস/এনআই