ধারাবাহিক ব্যর্থতার জেরে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাননি লিটন কুমার দাস। দল ঘোষণার পর নিজের অধারাবাহিক পারফরম্যান্সের কথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, আমি ভাল খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি। এতে লুকনোর কিছু নেই।
সমকাল থেকে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কতটা কষ্টের ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার সময়টা? জবাবে লিটন জানান, ‘আইসিসির মতো বড় একটি টুর্নামেন্টে খেলার ইচ্ছা এবং লক্ষ্য আমারও ছিল। দুঃখজনক হলো তা হয়নি। এটা জীবনেরই অংশ। আপনি কোনো সময় ভালো করবেন, কোনো সময় ভালো করবেন না। এই না খেলতে পারা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি বুঝতে পেরেছি আমাকে কোথায় উন্নতি করতে হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার আগে লিটনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তার আউটের ধরন নিয়েও। তবে লিটনের মতে, চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।
এসময় হালকা ক্ষোভ ঝেড়ে লিটন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক খেলোয়াড়ই তো নিয়মিত রান করেনি। কিন্তু আমি রান না করলে জিনিসটা বেশি খারাপ হয়ে যায়। আমি চেষ্টা করি, সবখানে রান করতে। হয়নি বলেই আমি দলের বাইরে। আবার চেষ্টা করব, পারফরম্যান্স করে দলে ঢুকতে।