ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে দুই দেশ সম্মত হয়েছে তারা ‘উচ্চ-স্তরের দল’ গঠন করবে, যা ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধের অবসানে কাজ শুরু করবে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, একটি ফোনকল এবং একটি বৈঠক শান্তির স্থায়ী প্রতিষ্ঠা নিশ্চিত করতে যথেষ্ট নয়। আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে, এবং আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে এগিয়ে নিয়েছি। খবর- বিবিসির
তিনি আরও বলেন, এছাড়া, দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বিদ্যমান ‘অসন্তোষ’ বা ‘ইরিট্যান্টস’ বিষয়গুলোও মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে, যা ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জরুরি সম্মেলনে বসেছেন ইউরোপের নেতারা। কিন্তু ওই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না বলে জানিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ। এ নিয়ে উদ্বেগ থেকে ইউরোপের দেশগুলো জরুরি ওই সম্মেলনের আয়োজন করছে বলে ধারণা করা হচ্ছে।