ইউক্রেনে সাহায্য করার আগে বাইডেন প্রশাসনকে নিজেদের স্কুলের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বন্দুক হামলায় প্রাণহানিতে শোক প্রকাশ করলেও, যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার বিরুদ্ধেই মত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হিউস্টনে চলমান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএর) সম্মেলনে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, নিজ দেশের শিশুদের নিরাপত্তার জন্য তহবিল বাড়ানো উচিত সরকারের। খবর রয়টার্সের
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহতের ঘটনায় একথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাতে পারলে, নিজ দেশে শিশুদের নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতেও যুক্তরাষ্ট্রের সক্ষম হওয়া উচিত।
ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতির বিষয়টি তুলে ধরে ট্রাম্প বলেন, আমরা ইরাক ও আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু বিনিময়ে কিছুই পাইনি। তাই বাকি বিশ্বের ‘জাতি-গঠন করার’ আগে নিজেদের দেশের সন্তানদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা প্রয়োজন।
চলতি মাসের শুরুতে ইউক্রেনে আরও প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর পক্ষে মত দেয় মার্কিন কংগ্রেস। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনে প্রায় ৫৪ বিলিয়ন ডলারের সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
২৪ মে বেলা সাড়ে ১১টার দিকে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু নিহত হয়। প্রাণ হারান দুই শিক্ষকও। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন, যিনি ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে ট্রাম্প বক্তৃতা করার সময় হিউস্টনের প্রধান অডিটোরিয়ামেরর প্রায় অর্ধেক লোকে পূর্ণ ছিল।
পি এস/এন আই