বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা শুনেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অনেককেই জুলাই অভ্যুত্থানের আহতের তালিকায় যুক্ত করা হয়েছে। এ রকম হয়ে থাকলে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব, সেটাকে খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে ছাত্র-জনতার আন্দোলনে প্রকৃত আহতরা রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।
আজ রোববার পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের মোল্লাপট্রি এলাকায় জুলাই আন্দোলনে নিহত ঢাকার কবি কাজী নজরুল ইসলাম কলেজের ছাত্র জিহাদ মোল্লার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির বিচার শেষে ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে আসতে পারবেন কি পারবেন না।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য ফান্ড গঠন করা হয়েছে। তবে আহতদের ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ৯ লাখ মানুষের কর্ম সংস্থানের উদ্যোগ নিয়েছে সেখানে আহতদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আহতদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসার আহ্বান জানান।
বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। বিগত ১৬ বছর বিএনপি সব থেকে বেশি নির্যাতিত হয়েছে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা সেগুলোর ব্যাপারে আমরা বিএনপিকে দেখেছি অনাস্থা প্রকাশ করতে। এখন নির্বাচন হচ্ছে সংস্কারের একটি প্রক্রিয়া যখন সংস্কার শেষ হবে তখন নির্বাচন হবে।