বলিউড সুন্দরী আলিয়া ভাটের সময়টা খুব ভালো যাচ্ছে । একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে নির্মাতাদের কাছে তিনি এখন তুরুপের তাস। তবে অনেকেই তার এই সাফল্যের পেছনের গল্প খুঁজে বেড়ান। এবার সেই দলে যোগ দিলেন ঐশ্বরিয়া রাই।
আলিয়ার বলিউড সাফল্য প্রসঙ্গে সাবেক এই বিশ্বসুন্দরী রাখঢাক না রেখেই ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি একের পর এক ভালো সিনেমায় যুক্ত হচ্ছেন। এটা তো আর এমনি হচ্ছে না। তাকে এই সুযোগগুলো দিচ্ছেন করণ জোহর। তিনিই তার গডফাদার।’
এ সময় ঐশ্বরিয়া আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এটা তার জন্য দারুণ সুযোগ। এই সুযোগ সবার ভাগ্যে জোটে না। এতে মানসিক শক্তিও বৃদ্ধি পায়। কেননা, একজন অভিনয়শিল্পী যখন জানতে পারেন সামনে ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তখন সেই আনন্দটা অনুপ্রেরণা জোগায়।’
সম্প্রতি ঐশ্বরিয়া তার নতুন সিনেমা ‘ফ্যানি খানে’র প্রচারণায় এসেছিলেন। সেখানেই কথাগুলো বলেন তিনি। তবে এই তারকার সঙ্গে সহমত পোষণ করেননি আলিয়ার অনুরাগীরা। তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই প্রতিবাদ জানিয়েছেন তারা।
এক অনুরাগী লিখেছেন, ‘আলিয়া সুযোগ পেলেও সেটা কাজে লাগিয়েছেন। নিজের অভিনয় প্রতিভা দিয়ে আলো ছড়িয়েছেন। বলিউডের অন্যকোনো তারকার সন্তান এই সুযোগ পেলেও তার মতো সাফল্য পেতেন না।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আলিয়ার সিনেমা ব্যবসাসফল হচ্ছে দেখেই করণ তাকে নিচ্ছেন। তিনি এত বোকা না যে, কোনোকিছু না ভেবেই সুযোগ দেবেন।’
বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নতুন কিছু না। এর আগেও অনেকে এ ব্যাপারে মুখ খুলেছেন। তবে ঐশ্বরিয়ার বক্তব্য শুনে দুই রকম ভাবছেন নেটিজেনরা। একদল ভাবছেন, সততার জায়গা থেকেই কথাগুলো বলেছেন বচ্চন পরিবারের বধূ। আরেকদল ভাবছেন, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে হাঁটুর বয়সী আলিয়ার সাফল্য দেখে হয়ত ঈর্ষায় জ্বলছেন ঐশ্বরিয়া। সেকারণেই তিনি হয়ত আলিয়াকে নিয়ে এমন মন্তব্য করেছেন।
পি এস/এন আই