দুর্দান্ত পারফরম্যান্স করে ১৬তম কোপা আমেরিকার শিরোপা জয়ের কাছাকাছি আর্জেন্টিনা। সেমিফাইনালে কানাডার বিপক্ষে লড়বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা-কানাডা ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন পিয়েরো মাজা। মেসিদের জন্য মাজাকে লাকি রেফারিই বলা চলে, কারণ তার পরিচালনা করা ম্যাচে কখনো হারেনি আর্জেন্টিনা।
পিয়েরো মাজা মূল রেফারি হিসেবে থাকায় ইতিহাস কিংবা পূর্বের পরিসংখ্যান হিসেব করে কিছুটা হলেও বেশি আত্মবিশ্বাসী হতে পারে আর্জেন্টিনা। আগের মতো যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারে সেক্ষেত্রে কানাডার বিপক্ষে সেমিতে নামার আগেই আর্জেন্টিনার ‘ফাইনাল’ নিশ্চিত বলা যায়। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা।
সোমবার (৮ জুলাই) দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল নিজেদের ওয়েবসাইটে সেমিফাইনাল ম্যাচে রেফারির তালিকা প্রকাশ করেছে। যেখানে আর্জেন্টিনা-কানাডা ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন পিয়েরো মাজা। কলম্বিয়া-উরুগুয়ের দ্বিতীয় সেমিফাইনালে রেফারির দায়িত্বে থাকবেন মেক্সিকোর সিজার রামোস।