আবাসন খাতে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
তেল সমৃদ্ধ দেশটি এখন বিশ্ব অর্থনীতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের আবাসন খাতে সুষ্ঠু পরিকল্পনার জন্য। দেশটির আবাসন ব্যবসাকে এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা।
প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ আরব আমিরাতের আবাসন খাত। বিশ্বকে আমিরাতমুখী করতে নানা পরিকল্পনার পাশাপাশি দেশটির আবাসন খাতকে ঢেলে সাজাতে সুনির্দিষ্ট পদক্ষেক নিয়েছে আমিরাত সরকার। এদিকে, আবাসন বাণিজ্যে সম্পৃক্ত আছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং উদ্যোক্তারাও।
আমিরাত সরকার দেশটির রিয়েলস্টেট প্ল্যানকে আরো সমৃদ্ধশালী করতে বড় বড় বিনিয়োগকারীদের ৫ থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদানের মাধ্যমে দেশটিতে দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ তৈরি করে দিয়েছে। এতে ভবিষ্যতে বিনিয়োগকারীদের সংখ্যা আরো বাড়বে বলে আশা প্রবাসী ব্যবসায়ীদের।
দেশটির আবাসন খাতে এমন উন্নয়নে অনেক বাংলাদেশি এখন দুবাইকে সেকেন্ড হোম হিসেবে বেছে নিচ্ছেন। ভবিষ্যতে এ হার আরো বাড়ার আশা সংশ্লিষ্টদের।
পিএসএন/এমঅাই