ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন যে, দেশটির খেরসন অঞ্চলের আরও তিনটি বসতি রাশিয়ান দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে। এছাড়া ৩৮টি দেশের অর্থনৈতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইউক্রেন।
টেলিগ্রামে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘শুধু এই দিনে খেরসন অঞ্চলে নভোভোসক্রেসেনস্কে, নোভোরিহোরিভকা এবং পেট্রোপাভলিভকার মতো জনবসতিগুলো মুক্ত হয়েছে এবং স্থিতিশীল রয়েছে।
গত কয়েকদিন ধরে ইউক্রেনের সেনাবাহিনী দুটি ফ্রন্টে উল্লেখযোগ্য সামরিক সাফল্য অর্জন করেছে বলেও জানান জেলেনস্কি।
এর আগে পূর্বে ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলের রেলওয়ে হাব লাইম্যানের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিল, পাশাপাশি দক্ষিণে রাশিয়ান প্রতিরক্ষা লাইন ভেঙ্গে ডিনিপ্রো নদীর ধারে অগ্রসর হয়েছিল।
জেলেনস্কি বলেন, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (ওইসিডি) ইউক্রেনের যোগদানের জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংস্থা। এটি ৩৮টি শক্তিশালী দেশকে একত্রিত করে। এটি বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনার সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিয়ে গঠিত। অস্ট্রিয়া থেকে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়া, কানাডা থেকে তুরস্ক। ইউক্রেনও এই ফরম্যাটে তাদের মধ্যে থাকবে।’
সূত্র: আনাদুলু এজেন্সি