বাংলা সিনেমা ও নাটকের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক এম রাহিম। তিনি বলেন, ‘অভিনেত্রী শুলশান আরা আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত জংলি সিনেমায় অভিনয় করেন তিনি। শুলশান আরা আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।’
সবশেষে ‘জংলি’ সিনেমার নায়িকা শবনম বুবলীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন শুলশান আরা। পর্দার মায়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ এই অভিনেত্রী।
শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী লিখেছেন, “গুলশান আরা আন্টি আর নেই। কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাতেও আপনি পর্দায় আমার মা এর ভূমিকায় ছিলেন। কত স্নেহ করতেন আমাকে সবসময়। এতো তাড়াতাড়ি চলে গেলেন আন্টি। যেখানেই থাকুন ভালো থাকুন আন্টি। সবাই তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আন্টিকে বেহেশত নসিব করেন।”
গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তিনি নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।
অভিনয়জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব সিনেমা। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান।
এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। সবশেষে এবার ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘জংলি’।