হতশ্রী ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। একদিনে দুবার অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সঙ্গে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ব্যাটিং বান্ধব উইকেটে এক ইনিংস ব্যাটিং করে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা প্রোটিয়াদের তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। অথচ বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই দেখে যায় বিপরীত চিত্র, ব্যাটিং বান্ধব উইকেট হয়ে যায় বোলিং পিচ। দুই ইনিংস মিলে কোনোমতে ৩০০ পেরোল স্বাগতিক। ৮৯ ওভার ব্যাটিং করে ৩০২ রান করেছে ২০ উইকেট হারিয়ে। যার মধ্যে আজ তৃতীয় দিনে দুইবার অলআউট হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন হতশ্রী পারফরম্যান্সে শান্তর মনে হয়েছে, মানসিকতা, স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে। শান্ত বলেন, ‘আমাদের আরও অনেক কিছু উন্নতি করতে হবে। মাত্র কয়েক ঘণ্টা ভালো বোলিং করেছি। তবে সব বিষয়ে উন্নতি করতে হবে। এটা শুধু মানসিকতার ব্যাপার নয়। মানসিকতা, স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটার সেঞ্চুরি করেছেন। যার মধ্যে টনি ডি জর্জি, স্টাবস, মুল্ডার এই তিন ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামেই। বিপরীতে বাংলাদেশের কোনো ব্যাটার এই সিরিজে তিন অঙ্ক ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে শান্ত বলেন, ‘তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। যেভাবে আমরা খেলেছি, তাতে খুবই হতাশ।’