খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ দলীয় প্রতীক লাঙ্গলের প্রচারণায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু । শনিবার ( ৩রা জুন)সকাল ১০ ঘটিকায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড,সোনাডাঙ্গা বৌ বাজার,বানরগাতী বাজার এবং ১৭,১৮,২৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
শফিকুল ইসলাম মধু বলেন,
আমার ব্যাংক একাউন্ট শূন্য আমার কোন টাকা নাই। অনেক দলের লোক দেখছি প্রতিটি ওয়ার্ডে ২০০ – ৩০০ লোক নির্বাচনী কাজ করছে।কিন্তু নির্বাচন কমিশন যে টাকা বাজেট করে দিছে তাতে করে এতো লোক কাজ করানো সম্ভব না। তাহলে এই টাকার উৎস কোথায়, নাকি তারা আল্লাউদ্বীনের চেরাগ খুজে পেয়েছে মনে হয়।কালো টাকার ছড়াছড়ি হচ্ছে খুলনা সিটিতে, এটার সঠিক তদন্ত করা উচিত। আমার বড় ভাই তালুকদার ভাই সে তো গত ৩ বার কেসিসি নির্বাচন করে এবং ২ বার মেয়র হিসেবে জয়ী হন।তাইলে এবার আমার হাতে মেয়রের সিট ছেড়ে দিক, আমি খুলনাবাসী কে দেখিয়ে দিবো যে উন্নয়ন কা কে বলে। আমিও অনেক কিছু জানি এবং বুজি, আশা করি খুলনা সিটি একটা আধুনিক সিটি তে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এই উপলক্ষে আমি ভোটারদের বলবো আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং বুজে শুনে সুষ্ঠ মানুষ কে ভোট টা দিবেন।
পথসভা ও জনসংযোগের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি এড্যা: মহানন্দ সরকার,নগর জাতীয় পার্টির সাধারন সাধারন আব্দুল্লাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, শেখ মোঃ নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশফাকুল ইসলাম সেলিম,তৌমুর হোসেন শাহিন, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চান,নেয়ামত খান,অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান, খান, কামরুজ্জামান রজব,ফয়সাল,ইব্রাহিম, শহিদ হাওলাদার,গাজী মোশারফ, প্রমূখ।