আফগানিস্তানে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। তবে গত কয়েক বছরের মতো এবারও দেশটিতে মেয়েদের শিক্ষা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আঘা রাজধানী কাবুলে নতুন শিক্ষাবর্ষ উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, স্কুলের সিলেবাস পুনরায় পরীক্ষা করা হবে। এ সময় সিলেবাসে ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী যেসব বিষয় পাওয়া যাবে তার সবকিছু বাদ দেওয়া হবে।
তিনি জানিয়েছেন, নতুন কারিকুলাম হবে ধর্মীয় শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ওপর। হাবিবুল্লাহ আঘা বলেন, “কারিকুলামে যেসব ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী বিষয় আছে তার সব আমরা বাদ দেব। এটি কেউ মানুক আর না মানুক। আমরা এমন কারিকুলাম তৈরি করব যেটি ধর্মীয়, আধুনিক এবং আফগান সংস্কৃতির সঙ্গে যায়।”
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে দেশটিতে ১৪০৪ সৌরবর্ষের শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আর নতুন শিক্ষাবর্ষ শুরুর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে এই অনুষ্ঠানে স্পষ্ট করা হয়নি মেয়েদের শিক্ষার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হবে কিনা। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর স্কুলে মেয়েদের শিক্ষা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ করে দেয় তারা। যদিও মেয়েরা মাদরাসায় উচ্চশিক্ষা নিতে পারে।
সূত্র: তোলো নিউজ