সম্প্রতি খুন হন ভারতীয় রাজনৈতিক দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি। এই হত্যার দায় স্বাকীর করেছেন ভারতের প্রভাবশালী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এ হত্যাকাণ্ডের পর থেকে সালমান খানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে খান পরিবারও রীতিমত আতঙ্কিত। তবে এবার সব হুমকি উড়িয়ে সালমান এখন ব্যস্ত ছবির শুটিংয়ে।
গতকাল খবর ছড়িয়েছিল পরিচালক রোহিত শেট্টির সিংহম এগেইন ছবিতে থাকছেন না। কিন্তু একদিন পর জানা গেলে, রোহিতের ডাকে সাড়া দিয়েছেন সালমান। সড়েছেন শুটিংও।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শুটিং ফ্লোরে কড়া নিরাপত্তার মধ্যে শুটিং করেছেন সালমান খান। তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করেছিলেন রোহিত শেট্টি ও তাঁর শুটিং টিম। সালমানের সঙ্গে শুটিংয়ে ছিলেন অজয় দেবগণও।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। বন্ধুর মৃত্যুতে আতঙ্কও বেড়ে যায় সালমানের।
এসব ঘটনার মধ্যে অনেকেই সালমানকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলা হয়- সালমান এমন কোনো অপরাধ করেনি যে তাকে ক্ষমা চাইতে হবে।
কদিন আগেই সালমানের বাবা সেলিম খান বলেন, যে কারণে সালমান বার বার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সালমান যুক্ত না। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। আমার ছেলে পশু-পাখিদের খুবই ভালোবাসে। এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।