করোনা ধাক্কা কাটিয়ে ফের ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন দেশের জনপ্রিয় সব সংগীতশিল্পীরা। জমকালো এই কনসার্টের আয়োজন করেছে কোকা-কোলা বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকাল দুপুর থেকে শুরু হবে কনসার্ট। চলবে রাত ১০টা পর্যন্ত।
দীর্ঘদিন পর এ ধরনের একটি কনসার্ট আয়োজন নিয়ে সংগীতপ্রেমীদের মনে উন্মাদনার শেষ নেই। ইতোমধ্যে তারা আর্মি স্টেডিয়ামে হাজির হয়েছেন। এদিকে আয়োজক প্রতিষ্ঠানও দর্শক-শ্রোতাদের মন ভরাতে চেষ্টার কমতি রাখছে না।
আয়োজকেরা জানালেন, ‘কনসার্ট হবে ম্যাজিক্যাল’ স্লোগান নিয়ে। এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ নগর বাউল জেমস। আর্মি স্টেডিয়ামে কনসার্ট শুরু হবে বেলা দেড়টায়। এরপর একে একে মঞ্চে উঠবেন লালন, ওয়ারফেজ, নেমেসিস, ইন্ট্রোইট, জালালি সেট, অর্ণব ও রিপন, অনিমেষ রায় ও পান্থ কানাই, মমতাজ ও মিজান, ঋতুরাজ ও নন্দিতা। আয়োজন শেষ হবে নগর বাউল জেমসকে দিয়ে। দীর্ঘদিন পর ঢাকায় বড় আয়োজনের কনসার্ট নিয়ে শিল্পীদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা গেছে।
কনসার্টে আগতরা গান শোনা ছাড়াও দর্শকেরা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। আর্মি স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক ধারণক্ষমতা। এই দর্শকেরাই আয়োজনটি উপভোগ করতে পারবেন।
এদিকে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান গ্রে ঢাকার পরিচালক গাউসুল আজম শাওন জানিয়েছিলেন, ঝড়-বৃষ্টি না হলে সুন্দর একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা আছে তাদের। যদিও শহরজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে এই আয়োজন কতটা সফল হয়—সেটাই এখন দেখার বিষয়।
পি এস/এন আই