শরণখোলা প্রতিনিধি জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য আগামী প্রজন্মের মধ্যে আরো বেশী মমত্ববোধ সৃষ্টি করতে হবে। তাহলে আমাদের জীব বৈচিত্র্য রক্ষা পাবে। এ জন্য স্কুল ও কলেজ পর্যায় সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে হবে।
জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে) শরণখোলা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবেশ প্রকল্প আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
শরণখোলা সহ ব্যাবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আঃ অদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন অঞ্চল সিএমও নেটওয়ার্ক এর সভাপতি আসাদুজ্জামান মিলন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ ও সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রতিবেশ প্রকল্পের কর্মকর্তা বিশ্বাস আলী মোর্তজা, আরিফুল ইসলাম, শিক্ষক জাহাঙ্গীর হোসেন বক্তৃতা করেন।
এসময় জীব বৈচিত্র্য সংরক্ষণের বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত ২২ মে সারাদেশে জীব বৈচিত্র্য দিবস পালিত হয়েছে।