দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। ঈদের নয় দিনের ছুটিতে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্য সরকার সতর্ক থাকবে।
এর পাশাপাশি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ শীর্ষক নথি সইয়ের ওই অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সামনে ঈদের নয় দিনের বড় ছুটি। এই সময়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রসচিব বলেন, আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। আমাদের লিস্ট করা আছে। প্রতি রাতে দুজন করে অফিসার ঢাকা শহরে পেট্রোলিং কতটা হচ্ছে না হচ্ছে, তা দেখছেন। আমরা সতর্ক রয়েছে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঈদে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয়, এর সবগুলোই নেওয়া হবে। আমরা সতর্ক থাকব, যেন অপ্রীতিকর কিছু না ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তা সেভাবে দিতে পারছে না, ইমার্জেন্সির কথা কেউ কেউ বলছে, সেনাবাহিনী পুরোটাই দেখবে বলে আলোচনা আছে। এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রসচিব বলেন, এ নিয়ে আমার কোনো কমেন্ট নেই। গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে, দুই-একজন কথাও বলছে এ সম্পর্কে। আমার কোনো কমেন্ট নেই।
ঈদের ছুটির সময়ে কোনো হুমকি আছে কি না সাংবাদিকরা জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমার নলেজে নেই। নরমাল যেমন ঝুঁকি থাকে, সবকিছু সেরকমই আছে। কোনো সমস্যা নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ আরও অনেকে।