বর্ডার-গাভাস্কার সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার জায়গায় সিরিজের বাকি দুই টেস্টের দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার তানুশ কটিয়ানকে।
বিজয় হাজারে ট্রফিতে কটিয়ান মুম্বাই-এর দলে ছিলেন। মেলবোর্ন টেস্টের আগে তিনি ভারতের দলে যোগ দেবেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে ‘এ’ দলের হয়ে খেলেছেন।
কটিয়ান ৩৩টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ৪২.২১ গড়ে দেড় হাজারের ওপরে রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ১০১টি। ২০২৩-২৪ রঞ্জি মৌসুমে মুম্বাইকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন কটিয়ান। টুর্নামেন্ট সেরা হন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে ফেরার সম্ভাবনা ছিল মোহাম্মদ শামির। কিন্তু তাকে আনফিট ঘোষণা করা হয়েছে। বিসিসিআই-এর মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, শামির বাঁ-পায়ের ইনজুরি কাটিয়ে এখানো খেলার চাপ নেওয়ার মতো ফিট তিনি হননি।
অস্ট্রেলিয়া সফরে ভারতের পেসাররা ঠিক ছন্দে নেই। জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং করলেও মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ সুবিধা করতে পারছেন না। যে কারণে ফিট হলে মোহাম্মদ শামির দলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল।